ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

প্রথম ভোটার ও নারীদের আ’লীগের সদস্য করার নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মে ২২, ২০১৭
প্রথম ভোটার ও নারীদের আ’লীগের সদস্য করার নির্দেশনা

ঢাকা: প্রথমবার যারা ভোটার হয়েছেন তাদের এবং নারী ভোটারদের আওয়ামী লীগে সদস্য বানানোর ওপর জোর দিতে বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২২ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধনের সময় দলের নেতাদের এ নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এ মাসের মধ্যে আপনারা থানা-ওয়ার্ডের কমিটি পূর্ণাঙ্গ করেন।

এরপর প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু করেন। সদস্য সংগ্রহের ক্ষেত্রে ফার্স্ট টাইম ভোটাররাই হবে ফার্স্ট টার্গেট। তাদের আওয়ামী লীগের সদস্য একবার করতে পারলে, মনের মধ্যে দলের জন্য একটা তাগিদ তৈরি হয়ে যাবে, যে আমি এই দলের সদস্য।

তিনি বলেন, আমাদের সদস্য করার ক্ষেত্রে নারীরা হবে দ্বিতীয় টার্গেট। আমাদের দেশের প্রায় অর্ধেক ভোটারই নারী। তাদের গুরুত্ব অনেক বেশি। তাই আমাদের দ্বিতীয় টার্গেট হবে নারী ভোটারদের আওয়ামী লীগের সদস্য করা।

নতুন ভোটার এবং নারী ভোটারের পাশাপাশি পাড়া-মহল্লার সম্মানিত ব্যাক্তিদেরও আওয়ামী লীগের সদস্য করার তাগিদ দিয়ে ওবায়দুল বলেন, পাড়া-মহল্লায় অনেক শিক্ষিত ভদ্রলোক আছেন, যাদের কথা অনেকে মূল্যায়ন করেন, আপনারা তাদের দলের সদস্য করেন। মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকদের সদস্য করেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে দুর্বল মনে করবেন না। মনে রাখতে হবে বিএনপি হলো আওয়ামী লীগ বিরোধী শক্তির একটা প্লাটফর্ম। সমর্থনের দিক দিয়ে তারা আমাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তাদের পাত্তাই দিলাম না এটা ঠিক না। আওয়ামী লীগ বিরোধী শক্তিরা আলাদা আলাদা থাকলেও ভোটের সময় এক হয়ে যাবে।

দলের কর্মীদের চাটুকারিতা না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাদারণ সম্পাদক বলেন, চাটুকারিতা, মোসাহেবি ভয়ঙ্কর। তারা সাম্প্রদায়িক অপশক্তির থেকে ভয়ঙ্কর। চাটুকারিতা, মোসায়েবি করবেন না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এ নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ