‘সরকার হত্যার মিশনে আছে’, বিএনপি নেত্রী খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (২৭ মে) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাগর- রুনি মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন- কানাডা কোর্ট- দেশ ও জাতীর কল্যাণে আওয়ামী লীগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, আপনার স্বামী যখন ক্ষমতায় ছিলেন হত্যার মিশনে ছিলেন। আপনিও যখন ক্ষমতায় ছিলেন স্বামীর পদাঙ্ক অনুসরণ করে হত্যার মিশনে ছিলেন। আর ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর গত কয়েক বছরে হত্যার মিশনে আছেন তা পুরো পৃথিবী জানে।
তিনি আরো বলেন, আপনার স্বামী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনাবাহিনীর জওয়ানদের হত্যা করেছিলেন, বছরের পর বছর কারফিউ জারি করে সারাদেশে ত্রাস সৃষ্টি করেছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছিলেন। আপনি ১৯৯১ ও ২০০০ সালে ক্ষমতায় আসার পর ২২ হাজার নেতাকর্মী ও সমর্থককে হত্যা করেছেন।
এ সময় তিনি কানাডার আদালতের দেওয়া রায়ের কপি সাংবাদিকদের পড়ে শুনিয়ে বলেন, বিএনপি আর যাই হোক খালেদা জিয়ার নেতৃত্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, চোখ-কান খোলা রেখে, মতানৈক্য ভুলে প্রগতিশীল শক্তির বিপক্ষে যে প্রতিক্রিয়াশীলরা অপপ্রচার চালাচ্ছেন তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় তিনি বিএনপির অপকর্মগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. নাভানা আক্তার এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. নুরুল আমিন রুহুল, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭
পিআর/জেডএস