রংপুর বিভাগের অন্তর্গত বিশ^বিদ্যালয়, জেলা, মহানগর, হল, কলেজ, উপজেলা, পৌর, ইউনিয়ন, স্কুল, ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ প্রায় ১৫শ’ প্রতিনিধি এবং রংপুর বিভাগীয় বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা প্রতিনিধি সভা ও কর্মশালায় অংশ নেন।
প্রতিনিধি সভা ও কর্মশালায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
সভার শুরুতেই রংপুর বিভাগীয় সব ইউনিটের নেতাকর্মীদের খোঁজখবর নেন ছাত্রলীগ সভাপতি। যেসব ইউনিটে কমিটি বা পূর্ণাঙ্গ কমিটি হয়নি দ্রুত সেসব ইউনিটের কমিটি নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেন তিনি।
এরপর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি সোহাগ। তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। এজন্য ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীকে এখন থেকেই নির্বাচনী কার্যক্রমে সক্রিয় হতে হবে।
সভায় আরো ছিলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু হোসাইন বিপু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চয়ন, সহ-সভাপতি নুর আলম লিটন, সহ-সভাপতি ফরহাদুজ্জামান মনির, দপ্তর সম্পাদক দেলোয়ার শাহাজাদা, রংপুর জেলা সভাপতি মেহেদি হাসান রনি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি তুষার কিবরিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ৬, ২০১৭
জেডএম/