শুক্রবার (০৯ জুন) কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এক বছর মেয়াদী নতুন সাতটি কমিটি হলো, কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির সভাপতি এ এফ এম মোহাইমিনুল হক ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, কুড়িগ্রাম সরকারি কলেজ কমিটির সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি, কুড়িগ্রাম পৌর শাখার সভাপতি আবিদুর রহমান ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি স্বদীপ আহমেদ রাসেল ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম তুষার, নাগেশ্বরী উপজেলা কমিটির সভাপতি ফজলুল করিম সাজু ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, ভুরুঙ্গামারী উপজেলা কমিটির সভাপতি মাহামুদুল হাসান ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার এবং উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার ওয়াহেদুন্নবী সাগর ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জানানো হয় বৃহস্পতিবার (০৮ জুন) কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৬ জুন রংপুর পৌর টাউন হলে ছাত্রলীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে ঝিমিয়ে পড়া ছাত্রলীগকে চাঙ্গা করতে এসব কমিটি পুনরায় গঠনের নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
আইএ