মঙ্গলবার (১১ জুলাই) বাদ জোহর সদর উপজেলার বাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এরআগে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সকাল ১১টায় প্রথম ও দুপুর ১২টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, মহানগর যুবলীগ আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমানসহ স্থানীয় দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।
সোমবার (১০ জুলাই) রাজধানীর অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এসএম ইসহাক। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এমএএএম/এএটি/