বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে আওয়ামী লীগের রঞ্জিত প্রুপ সমর্থিত ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারীরা এ ভাঙচুর চালায়।
হামলাকারীরা ছাত্রাবাসের প্রথম ব্লকের দু’টি কক্ষের দরজা-জানালা, দ্বিতীয় ব্লকের একটি দরজা ও জানালা, শ্রীকান্ত ব্লকের ছয়টি দরজা ও জানালা, পঞ্চম ব্লকের ১৪টি দরজা ও জানালা এবং চতুর্থ ব্লকের ১৬টি দরজা ও জানালা ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, ১২ জুলাই (বুধবার) রাত ১০টায় সঞ্জয় গ্রুপের অনুসারীরা ছাত্রাবাসে অস্ত্রের মহড়া দেয়। এর কিছু আগে টিলাগড় পয়েন্টে ছাত্রলীগ দুই গ্রুপে মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে এমসি কলেজ ছাত্রাবাসে ভাঙচুর চালায় ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা।
খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার বিপুল সংখ্যক পুলিশ ছাত্রাবাসে মোতায়েন করা হয়েছে। পরে এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ভাঙচুর করা ছাত্রবাস পরিদর্শন করেন।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
২০১২ সালের ৮ জুলাই রাতে সংঘর্ষের পর এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দেয় ছাত্রলীগ। পুরোনো অবকাঠামো রেখে মেরামতের পর সচল হওয়া ছাত্রাবাস আবারো ছাত্রলীগ কর্তৃক ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এনইউ/জিপি