ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় শ্লীলতাহানির অভিযোগে যুবলীগ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
বগুড়ায় শ্লীলতাহানির অভিযোগে যুবলীগ নেতা আটক

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় মাদকদ্রব্য সেবন করে বাসায় ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা শাহা আলীকে (৩০) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটক শাহা আলী ধুনট পৌরশহরের পূর্ব ভরনশাহী গ্রামের ইমান আলীর ছেলে ও উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য।

মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, সোমবার (৩১ জুলাই) রাতে শাহ আলীসহ কয়েকজন যুবক ধুনট শহরের সোনামুখী সড়কের পূর্বপাশে একটি বাসার অদ‍ূরে সরকারি অফিসের সামনে বসে মাদকদ্রব্য সেবন করেন।

সেখানে অতিরিক্ত মাদকদ্রব্য সেবনের ফলে বেসামাল হয়ে পড়েন শাহ আলী।

এরপর সীমানা প্রাচীর টপকে বাসার ভেতর প্রবেশ করে মাতলামি শুরু করেন। একপর্যায়ে শাহ আলী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করেন।  

এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে শাহ আলীকে আটক করে থানায় খবর দেন। পরে রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।  
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানান, রাতে বাসায় ঢুকে অপ্রীতিকর ঘটনার অভিযোগে মাদকাসক্ত অবস্থায় শাহ আলীকে আটক করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেয়ে মাদকদ্রব্য সেবনের দায়ে তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তবে দুপুরের দিকে এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ