মূলত দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিনের ছেলে রাজিবের ঘনিষ্ঠ হওয়ার সুবাধেই যুবদল নেতা এক দৌড়ে যুবলীগের পদ ভাগিয়ে নিয়েছেন, এমন অভিযোগ দলের ভেতরে-বাইরে।
জানা যায়, গত রোববার (৩০ জুলাই) সম্মেলনের মাধ্যমে উপজেলা ডৌহাখলা ইউনিয়ন যুবলীগের এ কমিটি গঠিত হয়।
দলীয় সূত্র জানা যায়, মানিককে এ পদ দেওয়ার ব্যাপারে ঘোরবিরোধী ছিলেন দলীয় নেতা-কর্মীরা। কিন্তু স্থানীয় সংসদ সদস্যের ছেলের হস্তক্ষেপেই তাকে এ পদ দেওয়া হয়।
খোদ দলীয় সভানেত্রী শেখ হাসিনা যেখানে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের তালিকা করতে নির্দেশ দিয়েছেন ঠিক সেই সময়ে যুবদল নেতার যুবলীগ নেতা বনে যাওয়ায় হতবাক দলীয় নেতা-কর্মীরা।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান ছানাউল হক বলেন, আগে মানিক যুবদল করতো। গত উপ-নিবার্চনে যুবলীগে যোগ দিয়ে এখন সে যুবলীগে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।
তবে, এসব অভিযোগের বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন বাংলানিউজকে বলেন, মানিক যুবদলের পদে ছিলো এটা আমিও শুনেছি। তবে যুবলীগের গঠনতন্ত্রে নেই আগে অন্য দল করলে যুবলীগ করা যাবে না। আর তার পদ প্রাপ্তিতে সংসদ সদস্যের ছেলের কোনো হস্তক্ষেপ ছিলো না।
এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগের পদ পাওয়া তোফাজ্জল হোসেন মানিক বাংলানিউজকে বলেন, আমি যুবদল করিনি। যুবদলের কমিটির বিষয়েও কিছুই জানা নেই আমার। আমি আওয়ামীলীগের রাজনীতি করি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এমএএএম/ওএইচ