বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনে কক্সবাজারের মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জাপানের একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এর আগে গত ২৭ জুলাই মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জাপানের একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করে সরকারি সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড বা সিপিজিসিবিএল।
এ চুক্তির মধ্য দিয়ে মাতারবাড়ি ও ঢালঘাটা ইউনিয়নের ১৪১৪ একর জমিতে এই বিদ্যুৎ প্রকল্পটি নির্মাণের আনুষ্ঠানিকতা শুরু হল। এর কাজ ২০২৩ সালের অক্টোবরে শেষ হবে।
প্রকল্প অনুযায়ী, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে ‘আলট্রাসুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হবে, যাতে কেন্দ্রের কর্মদক্ষতা হবে ৪১ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশের বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর গড় কর্মদক্ষতা ৩৪ শতাংশের বেশি নয়।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসএ/