আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ওবায়দুল কাদের শনিবার (১২ আগস্ট) রাত ৮টায় প্রধান বিচারপতির বাসভবনে এ সাক্ষাৎ করেন। সেখানে প্রায় ২ ঘণ্টা অবস্থান করেন।
নামপ্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা বাংলানিউজকে বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ সম্পর্কে আওয়ামী লীগের অবস্থান এবং বক্তব্য জানানোর জন্যই দলের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। তিনি প্রধান বিচারপতিকে আওয়ামী লীগের অবস্থান জানিয়ে এসেছেন।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এই রায় পুনর্বিবেচনা এবং কিছু পর্যবেক্ষণ প্রত্যাহারের কথা বলা হচ্ছে। দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়।
রোববার (১৩ আগস্ট) আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল বৈঠক করে জোটের পক্ষ থেকে এই রায় পুনর্বিবেচনা ও পর্যবেক্ষণ বাতিলের দাবি জানানো।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসকে/এসএইচ