ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ঝিনাইদহে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ঝিনাইদহে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ঝিনাইদহে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

ঝিনাইদহ: ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে জঙ্গিদের একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঝিনাইদহে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

ঝিনাইদহ সরকারি কে সি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে শহীদ মিনার চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে বোমা হামলাকারী পলাতক জঙ্গিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ