ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শোকর‌্যালিতে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের ‘সংঘর্ষ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
শোকর‌্যালিতে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের ‘সংঘর্ষ’

সিলেট: শোকর‌্যালির সামনের সারিতে দাঁড়ানো নিয়ে সিলেটে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ মিলেছে। এসময় উভয়পক্ষ ইট-পাটকেল ছোড়াছুড়ি করেছে বলেও খবর মিলেছে। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে সিলেট মহানগর ছাত্রলীগের শোকর‌্যালিতে এ ঘটনা ঘটে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ র‌্যালি বের করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বিকেলে দর্শন দেউড়ি এলাকা থেকে শোক র‌্যালি বের করে ছাত্রলীগ। এ সময় ব্যানারসহ সামনে অবস্থান নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক উপ-সম্পাদক মইনুল ইসলাম ফয়সাল ও মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের অনুসারীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’পক্ষ ইট-পাটকেলও ছোড়াছুড়ি করে।

এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

তবে এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ধাওয়া-পাল্টা ধাওয়ার কথা অস্বীকার করে বাংলানিউজকে বলেন, মাইকের ব্যাটারির বিস্ফোরণ ঘটায় কর্মীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ