তিনি বলেছেন, এখন পযর্ন্ত বন্যা দুর্গত মানুষের পাশে বিএনপির কেউ দাঁড়ায় নি। আমাদের নেতাকর্মীরা যে যেখানে আছেন বন্যার্তদের পাশে ত্রাণ সাহায্য নিয়ে দাঁড়িয়েছেন।
রোববার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে 'বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবসের অালোচনা সভা’য় তিনি এ কথা বলেন।
যুব শ্রমিক লীগ এ অালোচনা সভা আয়োজন করে।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন রাজনীতিতে নেই। তারা সরকারকে পদত্যাগ করতে বলে। পদত্যাগ করা উচিত তাদের যারা নিজের দলকে নেতৃত্ব দিতে পারে না।
প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান প্রধান বিচারপতি সব বিচারকদের জন্য লজ্জার কারণ। তার বিরুদ্ধে টিভিতে রিপোর্ট দেখলাম। আমি লজ্জা পাচ্ছি, যদি লজ্জা থেকে থাকে, তাহলে তার পদত্যাগ করা উচিত।
অায়োজক সংগঠনের আহ্বায়ক আব্দুল হালিম শাহজাহানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এমসি/জেডএম