ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি এখন মাইনকার চিপায় আছে: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
বিএনপি এখন মাইনকার চিপায় আছে: কাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন মাইনকার চিপায় আছে, এজন্য নির্বাচনে এলে হেরে যাওয়ার ভয় আছে।

বৃহস্পতিবার (০৭সেপ্টেম্বর) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে ঈদ পরবর্তী ব্রি‌ফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনে না এসে যদি ৫ জানুয়ারির মত নির্বাচন বানচাল করতে গিয়ে বোমা সন্ত্রাস করে তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

এজন্য বিএনপি মাইনকার চিপায় আছে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি'র কর্মসূচি প্রসঙ্গে বলেন, আমি উদ্বিগ্ন। বিএনপি কর্মসূচির ডাক দিয়ে নিজেরাই নিজেদের ম‌ধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, আর দোষ চাপায় আওয়ামী লীগের ওপর। তারা আবার কর্মসূচি দিয়ে সংঘর্ষে লিপ্ত হয় কি না, এজন্য উদ্বিগ্ন।  

তিনি বলেন, নির্বাচনী বাতাস বইছে। এটা গণতন্ত্রের জন্য ভালো। নির্বাচন অন্যান্য দেশে যেভাবে হয় আমাদের এখানেও সেভাবে হবে। এখানে আলোচনার কি আছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ