রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে শিবালয় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় আহ্বায়ক কমিটির সব সদস্যের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হলো-- শিবালয়, তেওতা, উথুলী, আরুয়া, উলাইল, মহাদেবপুর ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগ।
উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এ কে এম মিরাজ হোসেন (লালন ফকির) ও যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেনের নেতৃত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার সুমন, সদস্য শহিদুল ইসলাম, দিলীপ কুমার নন্দী, মো. মিন্টু মিয়া, মো. জিন্নত আলী জিন্না, মো. রাকিবুল ইসলাম রাকিব, পলাশ কুমার হালদার, লালন খান, নান্টু কুমার দে, কবির হোসেন, রজ্জ্বব আলী, লাভলু, মো. রাকিব ও রবিউস সানীসহ অন্যরা।
এ বিষয়ে এ কে এম মিরাজ হোসেন (লালন ফকির) মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে শিবালয় উপজেলার সব ইউনিয়ন যুবলীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এসব ইউনিয়নে শিগগির নতুন কমিটি ঘোষণা।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এইচএ/