শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে জেলা ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, এর আগে বাংলাদেশে ১৯৭৮, ১৯৯২, ২০১২ ও ২০১৬ সালে পাঁচ লাখ রোহিঙ্গা এসেছিল।
মেনন সতর্ক থাকার কথা জানিয়ে বলেন, রাখাইন নিয়ে দেশীয় আন্তর্জাতিক চাল রয়েছে, যার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। কারণ বাংলাদেশ একটি সংকটে পড়েছে। রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াত জোট ফায়দা লুটতে চাইবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন মোস্তফা লুৎফুল্লা এমপি, শেখ মো.টিপু সুলতান এমপি, জেলা কমিটির সদস্য যথাক্রমে বজলুর রহমান, অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এমএস/আইএ