বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহিদুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার কলিম উদ্দিন উপজেলা ছাত্রলীগের জামাল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড।
২০১৫ সালের ২ জানুয়ারি সাড়ে ১০টার দিকে পৌরশহরের দক্ষিণবাজার সিএনজি স্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের জামাল হোসেন গ্রুপের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে নিহত হন মাংসের দোকানের কর্মচারী পৌরশহরের কসবা সুবেল মিয়ার ছেলে কিশোর নিজু আহমদ। এ ঘটনায় আহত হন আরও ১৫ জন।
ঘটনার পর সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু চালক শ্রমিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ জাবিদ বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেনকে প্রধান করে আরও ২৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এনইউ/এমজেএফ