যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রায় তিন সপ্তাহের সফর শেষে দেশে ফেরার পর শনিবার (০৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী গভীর কমিটমেন্ট নিয়ে কাজ করেন। কেন এ কথা বলছি, তার কারণ আমি বলেছিলাম পদ্মাসেতুর এতো বড় একটা উদ্বোধন হতে যাচ্ছে, আপনি থাকবেন না! সেসময় তিনি নিজেই বলেছেন, আমার জন্য পদ্মাসেতুর কাজ এক মিনিটও থেমে থাকবে না। তার কাছে দেশের মানুষ ও অগ্রগতি সবার আগে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, মানবতার বাতিঘর শেখ হাসিনা। তার জন্যই এতোগুলো মানুষ আশ্রয় পেলো, নতুন জীবন পেলো। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। জাতিসংঘেও পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। দেশে ফিরে এসেছেন, আপনাকে অভিনন্দন।
এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। ঢাকায় পৌঁছালে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এবং ১৪ দলের নেতারাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এমইউএম/আইএ