সোমবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয় ২ নম্বর মোয়াজ্জেমপুর ইউনিয়নে মোয়াজ্জেমপুর ইউপি ফরিদখালী সড়ক থেকে পাঁচরুখী বাজার সড়ক উন্নয়নের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
উন্নয়নের বর্ণনা দিয়ে সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন বলেন, এক সময় যেসব এলাকা ছিলো কাঁচা সড়কের যন্ত্রণা, এখন সেখানেও পাঁকা রাস্তা হয়েছে।
২৩টি গ্রামীণ সেতু, তিনটি বড় সেতুসহ কোটি টাকা ব্যয়ে সিডস্টোর বাজারের উন্নয়ন, ৫০১ কিলোমিটার নতুন লাইন নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ সুবিধা ছাড়াও প্রায় ৫’শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দাইলের উন্নয়নের বিষয়ে আন্তরিক। নেত্রীর সহায়তায় নান্দাইলে রেকর্ড উন্নয়ন হয়েছে। নান্দাইল পৌরসভা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী নান্দাইলের উন্নয়নে আরও ৪’শ কোটি টাকার বিশেষ প্রকল্প বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন উল্লেখ করে এমপি তুহিন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এসব প্রকল্প বাস্তবায়িত হবে।
উন্নয়নের চলমান ধারাবাহিকতাকে ধরে রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকাকেই বিজয়ী করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভুঁঞাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এমএএএম/জিপি