কাদের বলেন, সরকারের উন্নয়ন অর্জনের বহু। আমরা দুর্বল প্রতিপক্ষ চাই না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা একটা পদ্মা সেতু করে যা করছেন, বিএনপি তার গোটা শাসনামলে তা করে দেখাতে পারেনি।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে মিরপুরে বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চিবর দান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
‘বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতে খালেদার গ্রেফতারি পরোয়ানা জারি’- মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি বড় দল। তাদের বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দেব না। উন্নয়ন অর্জনের বহু কর্ম আছে আওয়ামী লীগের। একটা পদ্মা সেতু করে যা করেছে শেখ হাসিনা, বিএনপি গোটা শাসনামলে তা করতে পারেনি। আর গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
তিনি আরও বলেন, আমরা দুর্বল প্রতিপক্ষ চাই না। শক্তিশালী প্রতিপ্রক্ষকে পরাজিত করবে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা জনস্রোত সাম্প্রদায়িক সংস্কৃতিতে আঘাত হানতে পারেনি। হাসিনা সরকারের যথাযথ অবস্থানের কারণে নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি করায় কোথাও কোনো অঘটন ঘটেনি।
ভবিষ্যতে কোনো অবস্থাতে যাতে রামু বৌদ্ধ মন্দিরের সেই বিপর্যয়কর পরিস্থিতি না ঘটে এ ব্যাপারে সরকার সজাগ ও সচেষ্ট।
ওবায়দুল কাদের বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করে তাদের কোনো দল নেই। শেখ হাসিনা তাদের প্রতিরোধ করতে প্রস্তুত।
তিনি বলেন, সরকারের বাকি মেয়াদে পার্বত্য শান্তিচুক্তির শতকরা ৮০ ভাগ বাস্তবায়ন হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এসএ/এসএইচ