বৃহস্পতিবার কর সাকেল ৫ এর কর অঞ্চল ১ এ গিয়ে ২০১৭-২০১৮ কর বছরের রিটার্ন জমা দেন তিনি।
জমা দেয়া হিসাবে তার বছরে আয় ৩৫ লাখ ৮০ হাজার টাকা এবং ব্যয় ১৮ লাখ টাকা।
প্রতিবারের ন্যায় এবারও ১ নভেম্বর শুরু হবে আয়কর মেলা। ২০০৮ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বছরের মতো এবারও সারাদেশে এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলা শেষে ৮ নভেম্বর সেরা করদাতাদের সম্মাননা দেবে এনবিআর। মেলার পর ২২ নভেম্বর শুরু হবে কর সপ্তাহ এবং ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। ওই তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।
এদিকে, বেসরকারি চাকরিজীবীদের এবার বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। করযোগ্য আয় থাকুক, না-ই থাকুক; তাঁদের রিটার্ন জমা দিতেই হবে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এসএ/জেডএম