শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের বেজপাড়া গুলগোল্লা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইমন স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে কেম আজমল হুদা বাংলানিউজকে বলেন, রাতে বাড়ির পাশের গুলগোল্লা মোড়ে বন্ধুদের সঙ্গে বসে লুডু খেলা দেখছিলেন ইমন। এ সময় দুই-তিনজন দুর্বৃত্তরা ইমনকে লক্ষ্য করে বুকে দুই রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
জড়িতদের আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে, এলাকাবাসী সূত্রে জানা যায়, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের সমর্থনে থাকলেও ইমন এলাকার মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন। এজন্য বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ইউজি/জিপি/এসআইএস