ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নেপথ্যের খুনিদের বিচার করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
নেপথ্যের খুনিদের বিচার করতে হবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের নেপথ্যের খুনিদের মুখোশ উন্মোচন করে বিচারের দাবি জানানো হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ কবির হোসেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রমুখ।

 

সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ফজলুল হক।

বক্তারা বলেন, নেপথ্যের হত্যকারীদের বিচার করতে হবে। তারা জীবিত হোক, মৃত হোক, দেশি বা বিদেশি ষড়যন্ত্রকারী হোক তাদের বিচার করতে হবে। মুখোশ উন্মোচন করে জাতির সঙ্গে খুনিদের পরিচয় করিয়ে দিতে হবে।

বক্তারা বলেন, মরণোত্তর উপাধি দেয়া গেলে বিচার কেন করা যাবে না। প্রয়োজনে আইন সংশোধন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ