ধর্ষণ-হত্যার অভিযোগে পাথরঘাটার ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার
পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় তরুণীকে গণধর্ষণের পর হত্যা এবং মরদেহ গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত চার ছাত্রলীগ নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বরগুনা জেলা ছাত্রলীগের সুপারিশে সোমবার (১৩ নভেম্বর) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বহিষ্কার করে।
বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. জুবায়ের আদনান অনিক বাংলানিউজকে বলেন, গ্রেফতারের পর ওই চার নেতাকে নিয়ে বিগত কয়েকদিন ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে জেলা ছাত্রলীগের।
পরে রোববার রাতেই তাদের দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে একটি চিঠি পাঠানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করেছে। তবে দুপুর পর্যন্ত লিখিত চিঠি আমাদের কাছে এসে পৌঁছায়নি।
বহিষ্কৃতরা হলেন- পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল (২২), সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট (২১), সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান (১৯) ও উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মাহমুদ (১৮)।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।