ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সাতক্ষীরায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা‌কে গলা কেটে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
সাতক্ষীরায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা‌কে গলা কেটে হত্যা

সাতক্ষীরা: সাতক্ষীরার কা‌লিগঞ্জ উপ‌জেলার নলতা ইউনিয়‌নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লী‌গের সাধা‌রণ সম্পাদক সোলায়মান গাজী‌কে গলা কেটে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা।

তিনি নলতা ইউনিয়‌নের ঝায়ামা‌রী গ্রা‌মের মৃত মোক‌ছেদ গাজীরে ছে‌লে। ‌রোববার (১৯ ন‌ভেম্বর) রাত ১০টার দি‌কে আশাশু‌নি উপ‌জেলার কৈখালী বে‌ড়িবাঁধে এ হত্যাকাণ্ড ঘ‌টে।

স্থানীয়রা জানান, রা‌তে ‌‌শোভনালীর কৈখালী সন্নাসীর চক বাজা‌রে ক্যারাম খেল‌ছি‌লেন সোলায়মান। হঠাৎ এক‌টি ফোন কল পে‌য়ে খেলা ছে‌ড়ে চ‌লে যায় তিনি। সকা‌লে বাজার সংলগ্ন নির্জন জায়গায় তার গলা কাটা মরদেহ দেখতে পায় বাজা‌রের লোকজন।

আশাশু‌নি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শা‌হিদুল ইসলাম বাংলা‌নিউজ‌কে জানান, খবর পেয়ে পুলিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ম‌র্গে পাঠাচ্ছে। এ হত্যার রহস্য উ‌ন্মোচ‌নে পু‌লিশ কাজ শুরু ক‌রে‌ছে।  

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ