ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শ্রীমঙ্গলে আ' লীগ নেতাকে কুপিয়ে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
শ্রীমঙ্গলে আ' লীগ নেতাকে কুপিয়ে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই আহত শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেবুল

মৌলভীবাজার: শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেবুলকে (৬৫) কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০নভেম্বর) দুপুরে ২টার দিকে শহরের সবুজবাগ আবাসিক এলাকায় নিজ বাড়ির কাছে এ পরিস্থিতির শিকার হন তিনি। আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, বেবুল শহরের রূপালি ব্যাংক থেকে সাড়ে পাঁচ লাখ টাকা তুলে বাসায় ফিরছিলেন। এসময় দু’টি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীররা পেছন থেকে তাকে কোপ দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ