কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ছয় পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাসপাতাল চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মুন্সীর মধ্যে বিরোধ রয়েছে।
দুপুরে মোবারিছের লোকজন আব্দুস সালামের পক্ষের মো. আলিফ নামে এক কলেজছাত্রকে মারধর করে। এর জের ধরে আব্দুস সালামের লোকজন সন্ধ্যায় দেশি অস্ত্র নিয়ে হাসপাতাল চৌরাস্তা মোড়ে এলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ ও ২১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষের ঘটনায় ছয় পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হন।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।