মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে চান্দিনার মহিচাইল গ্রামের সিংহ বাড়িতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. প্রাণ গোপাল আরো বলেন, ‘কেউ কেউ বলেন, তিনি ডাক্তারি করবেন? নাকি মানুষের সেবা করবেন? আমি তাদের উদ্দেশ্যে বলছি ‘যে রাধে, সে চুলও বাঁধে’।
কুমিল্লা জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগ নেতা আবু তাহের ভূইয়া, সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান সরকার, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, কুমিল্লা জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের সহকারী পিপি অ্যাভোকেট শাহজালাল মিঞা শিপন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগ সভাপতি মনির খন্দকার, উপজেলা যুবলীগ নেতা নাছির উদ্দিন দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, সাবেক উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন আজাদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার, ফজলুর রহমান, হারুন-অর রশিদ, মাজহারুল ইসলাম কাজল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার, হারিছুল আলম, মনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আব্দুল মান্নান ভূইয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম মোহাম্মদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলী আজগর গাজী, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন প্রমুখ।
কেন্দ্রীয় যুবলীগ নেতা মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা জামসেদ আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- পৌর সভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি রইছ উদ্দিন, ইউপি মেম্বার আবু বকর ছিদ্দিকী, ইউনিয়ন যুবলীগ নেতা শাহজাহান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ওএইচ/