বৃহস্পতিবার (১৪ ডিসম্বের) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, 'তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় যে জঠিলতা ছিলো সরকার তা সমাধান করে দ্রুত তাদের ফিরিয়ে আনার দ্বারপ্রান্তে রয়েছে।
সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব। এরপর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও জাতীয় পার্টির নেতারা ফুল দেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুলেল শ্রদ্ধা ও লোকে লোকারণ্য হয়ে উঠে শহীদ বেদীর চারপাশ।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এসএ/বিএস