বুধবার (২০ডিসেস্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী শহরের পশ্চিম মেড্ডা এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন আহমেদের আদালতে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদৎ হোসেন শোভন, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিদনী ইসলাম, সহ-সম্পাদক ইমন ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাব্বী।
মামলায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সকাল ৯টার দিকে জহিরুল জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে দক্ষিণ মৌড়াইল এলাকার ফারুকী পার্কের স্মৃতি সৌধে ফুলেল শ্রদ্ধা জানাতে যান। সেখানে থাকা জেলা ও কলেজ শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী জহিরুলের ওপর হামলা চালান। এসময় জহিরুলকে রক্ষা করতে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এগিয়ে এলে তারা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর আহত ছাত্রলীগ কর্মী জহিরুলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বাদী পক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুতবিচার আইন ২০০২ এর ৪/৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালত পরে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসআই