সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ভোলার উপ-শহর বাংলাবাজারে আজাহার-ফাতেমা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাবাজারের এই মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম শুরু হলে ভোলা জেলার প্রায় ২১ লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, ভোলা-২ আসনের আলী আজম মুকুল, জেলা সাংগঠনিক সম্পদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এনটি