বুধবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুর্গাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অব্দুল মজিদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সমর্থকরা আলাদা মিছিল বের করে। এক পর্যায়ে তারা দুই পক্ষই মুখোমুখি অস্থান নেয়।
এ সময় পুলিশ তাদের দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে সাবেক চেয়ারম্যান অব্দুল মজিদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এক পর্যায়ে এমপি সমর্থকরা লাঠিসোটা নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সরদারের রাস্তার ধারে সাঁটানো ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। পরে উপজেলা মোড়ে উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি নূর হোসেনের ওষুধের দোকান ভাঙচুর চালায়।
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম বাংলানিউজকে বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনার পর থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসএস/জিপি