ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন

বাগেরহাট: বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। 

আগের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে জ্বালাও-পোড়াও করেছিল। এবারের নির্বাচনে বিএনপিকে জ্বালাও-পোড়াও করতে দেওয়া হবে না।

কোনো ধরনের অরাজকতা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করবে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণই বিএনপিকে বিতাড়িত করবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের উন্নয়নের কথা সাধারণ মানুষকে বোঝাতে হবে, যোগ করেন তিনি।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের রেল রোডের দলীয় কার্যালয়ের সামনে বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সাবেক সংসদ সদস্য মীর সাখাওয়াত আলী দারুর স্ত্রী ফরিদা আক্তার বানু, শেখ হেলাল উদ্দীনের ছেলে সারহান নাসের তন্ময় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ