ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

রাজবাড়ী: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে সংবিধান মেনে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও বর্তমান সরকারের অধীনে সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় রাজবাড়ী সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ যে কোনো মুহুর্তে নির্বাচন করতে প্রস্তুত।

বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে তারা অংশ নিয়ে জনগণের রায় মেনে নেবে।

৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির আরো চার নেতার দুর্নীতির মামলার রায় প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায় এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চায়। আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। রায় নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তাদের কঠোর হাতে দমন করবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো শক্তি আওয়ামী লীগ সরকারের রয়েছে। জণগনকে সঙ্গে নিয়ে এ পরিস্থিতি মোকাবেলা করা হবে।

এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, সংরক্ষিত নারী আসন ৩৮-এর সংসদ সদস্য মিসেস কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মো. শওকত আলী, পুলিশ সুপার সালমা বেগম, রাজবাড়ী পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী জেলার কালুখালী উপজেলায় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন। এরপর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সভায় যোগ দেন।

সন্ধ্যায় তিনি রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ