বুধবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বাংলানিউজকে বিষয়টি জানান।
অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন নিয়ন্ত্রিত লালন শাহ হলে অভিযান চালায় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। এসময় হলের ১২৮নং কক্ষ থেকে তিনটি চাপাতি ১১ বোতল ফেনসিডিললসহ দুইজন বহিরাগতকে আটক করা হয়।
এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসন হল এবং লালন শাহ হলের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে মিছিল করে। মিছিলের একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। পরে মিছিলটি বিশ্নবিদ্যালয়ের টিএসসিসি ও মেইন গেট এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরালে ইট পাটকেল নিক্ষেপ, টিএসসিসি’র সিসি ক্যামরা ও জানালার গ্লাস ভাঙচুর করে।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এনটি