শুক্রবার (০৬ এপ্রিল) সকালে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় কিডনি অ্যান্ড ডায়ালাইসিস স্টোরের উদ্বোধন শেষে বিভিন্ন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দুদক যত তৎপর হবে, দেশে দুর্নীতির পরিমাণ তত কমবে।
তিনি আরো বলেন, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়া শীর্ষ দুর্নীতিবাজ। এ কারণে তারেক রহমানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এই দুর্নীতির জন্যই আমেরিকায় তারেককে অবস্থান করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
শাজাহান খান বলেন, বিএনপি শুধু নিজেদের দিকটাই দেখে, অন্যদেরটা দেখতে চায় না। তাদের ব্যাংকে অর্থ লেনদেনের অনুসন্ধান শেষে দুদক অভিযোগপত্র আদালতে দিবে, এরপর আইনগত ব্যবস্থা নিবেন আদালত। এখানেও সরকারের কোন হাত নেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন- মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল নুর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাবেক পৌর মেয়র নুর-ই আলম বাবু চৌধুরী, ক্যাম্পাস-এর ব্যবস্থাপনা পরিচালক নাসরিন বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
টিএ