বৃহস্পতিবার (২৮ জুন) দিনব্যাপী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারা।
মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য সদ্য আরিফুল হক চৌধুরী, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত ডা. মোয়াজ্জেম হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কাজি জসিম উদ্দিন, মুক্তাদির হোসেন তপাদার এবং যুব সংগঠক এহছানুল হক তাহের।
মেয়র পদে ১১ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও মনোনয়ন জমা দেননি বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৬টি মনোনয়নপত্র উত্তোলন হলেও ৬৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। সাধারণ কাউন্সিলর পদে ২৭টি ওয়ার্ডে ১৩৭টি মনোনয়নপত্র জমা পড়েছে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, মেয়র পদে ১১ প্রার্থীর মধ্যে নয়জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৬ প্রার্থী বিপরীতে ৬৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৬৪ জনের বিপরীতে ১৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দিনব্যাপী নয়জন সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করেন।
তিনি আরও বলেন, প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত নয়টি সংরক্ষিত ওয়ার্ডে নয়জন ম্যাজিস্ট্রেট মোতায়েন আছেন। প্রার্থীদের আচরণ বিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও কেউ আচরণ বিধি ভঙ্গ করেন, প্রচারণা চালালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এনইউ/জিপি