ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

মামলার বিচার বাধাগ্রস্ত করতেই খালেদার অসুস্থতার নাটক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
মামলার বিচার বাধাগ্রস্ত করতেই খালেদার অসুস্থতার নাটক মওলানা ভাসানী ঐক্যজোট আয়োজিত এক আলোচনা সভা/ছবি: বাংলানিউজ

ঢাকা: হাইকোর্টে মামলার বিচার বাধাগ্রস্ত করার জন্যই কারাগারে খালেদা জিয়ার অসুস্থতার নাটক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ, এমপি।

মঙ্গলবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মওলানা ভাসানী ঐক্যজোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সঠিক কথাই বলেছেন।

প্রকৃতপক্ষে খালেদা জিয়ার দুর্নীতি মামলা এ মাসের ২৬ তারিখের মধ্যেই নিস্পত্তি করার জন্য হাইকোর্টের একটি নির্দেশনা আছে। তা ঠেকানোর জন্যই খালেদা জিয়া কারাগারে অসুস্থতার নাটক মঞ্চায়ন করছেন। উনি যদি খুব অসুস্থই হন, তাহলে হাসপাতালে যান না কেন? কারাগারে অসুস্থ মানুষের পক্ষে তো হাসপাতাল পছন্দ করার সুযোগ থাকে না।

‘বিএনপিই চায় না খালেদা জিয়া মুক্তি পাক’ মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার ক্ষেত্রে বিএনপি এবং তাদের আইনজীবী দলের ইদানিং কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। আপনারা (বিএনপি) মনে করেন খালেদা জিয়া জেলে থাকলে আপনাদের ভোট বাড়ে। সেই জন্যেই জিয়াকে কারাগার থেকে মুক্ত করার ক্ষেত্রে সচেষ্ট নয় বিএনপি। প্রকৃতপক্ষে বিএনপিই চায় না খালেদা জিয়া মুক্ত হোক।

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মাহমুদুর রহমানের উপর দুষ্কৃতিকারীদের হামলা আমরা সমর্থন করিনা। এ হামলা অবশ্যই সমর্থনযোগ্য নয়। আমরা সেটি আগেও বলেছি, আমাদের দলের সাধারণ সম্পাদকও বলেছেন। হামলা হওয়ার পরপরই ছাত্রলীগের উপর দোষ দিলেন অথচ সেখানে ছাত্রলীগের কেউ ছিল না এবং কেউ দেখেও নাই।  

এসময় তিনি ছাত্রলীগকে ধন্যবাদ জানান গতকাল সংবাদ সম্মেলন করে বিএনপির মাহমুদুর রহমানের উপর হামলার বিচার ও তদন্তের দাবি করার জন্য।

‘দুই মাসের মধ্যে দেশের রাজনীতির অনেক পরিবর্তন হবে’ বিএনপি নেতা মওদুদ আহমদের সাম্প্রতিক এমন বক্তব্যের কড়া সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, আসলে রাজনীতিতে কোনো পরিবর্তন হবে না। তবে দুই মাসের মধ্যে মওদুদ আহমদের কোনো পরিবর্তন হয়ে যাবে কি না সেটিই হচ্ছে প্রশ্ন?

আয়োজক সংগঠনের আহ্বায়ক বঙ্গদীপ এম এ ভাসানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ বেনজির আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ