রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নামাজের বিরতির পর প্রায় ঘণ্টাব্যাপি এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ প্রমুখ।
বৈঠকে ঠিক কি বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলছে না কেউ। তবে জাতীয় পার্টি সূত্রে জানা যায়, আগামী একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনকালীন সরকারে জাপার কাকে কাকে রাখা যায় সেসব বিষয়ও আলোচনা হয়েছে।
তবে এ বিষয়ে কেউ কিছু বলেনি। ঘণ্টাবব্যাপি বৈঠকের বিষয়ে বৈঠকে উপস্থিত নেতারা স্বীকার করলেও আলোচনার বিষয়ে কথা বলতে চাননি তারা।
বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসএম/জিপি