ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নেত্রীর দেওয়া প্রার্থীকে জয়ী করতে কাজ করবে সিলেট আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
নেত্রীর দেওয়া প্রার্থীকে জয়ী করতে কাজ করবে সিলেট আ’লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল। ছবি-বাংলানিউজ

সিলেট: সামনে জাতীয় সংসদ নির্বাচন। অনেকেই সিলেটের বিভিন্ন আসনে প্রার্থী হতে চাচ্ছেন। তবে নেত্রী যাকে প্রার্থী করবেন, তার জন্যই কাজ করবে সিলেট আওয়ামী লীগ। নেত্রীর পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ শ্রম দেবে দলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সোবহানীঘাট চালিবন্দরে নতুন কার্যালয়ের উদ্বোধন ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়মী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেছে।

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করে স্বাধীনতা, প্রতিষ্ঠা পায় লাল সবুজ পতাকার স্বপ্নের দেশ- স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ মানুষকে যখন মুক্তির পথ দেখিয়েছে, নতুন করে বাঁচতে শিখিয়েছে, তখনই সপরিবারে জাতির পিতাকে হত্যা করা হয়েছে। এরপর দলকে এগিয়ে নিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা। তিনি আজ আওয়ামী লীগকে নিয়ে এসেছেন অনন্য উচ্চতায়। যে কারণে মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন তিনি।

বক্তারা আরো বলেন, আমাদের কার্যালয় ছিলো না, এখন কার্যালয় হয়েছে। আগামী সংসদ নির্বাচনে আমরা দলীয় কার্যালয় থেকে সব কার্যক্রম পরিচালনা করবো। বিশ্ববরেণ্য নেতা শেখ হাসিনার জন্মদিনে সিলেট আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন হলো। এ কার্যালয় নেত্রীর জন্মদিনের উপহার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন- জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অ্যাডভোকেট রাজ উদ্দিন, কয়েস গাজী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিৎ চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, হুমাইয়ুন ইসলাম কামাল, নুরুল ইসলাম পুতুল, সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, এটিএম হাসান জেবুল, তপন মিত্র, আওয়ামী লীগ নেতা সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আজহার উদ্দিন জাহাঙ্গীর, আজাদুর রহমান আজাদ, জুবের খান, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, ডা. আরমান আহমদ শিপলু, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, নুরুল আমিন, আসমা কামরান, আবু জাহিদ, সালেহ আহমদ সেলিম, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়া দলের অঙ্গ-সহযোগী সংগঠন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ