ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কারো কথায় সংবিধান কাটাছেঁড়া করার সুযোগ নেই: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
কারো কথায় সংবিধান কাটাছেঁড়া করার সুযোগ নেই: হানিফ বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন বলেছেন, দেশের শতকরা ৭০ ভাগের বেশি মানুষ বর্তমান সরকারের প্রতি আস্থাশীল এবং সরকারকে সমর্থন দিয়েছেন। দেশের ৭০ ভাগ মানুষ যার পক্ষে তাদের কথা না শুনে ওই ৫ বা ২ শতাংশ লোক যা বলবে সেটাই কি শুনতে হবে? কারো কথায় সংবিধান কাটাছেঁড়া করার সুযোগ নেই।

শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, অপকর্ম করলেই তার বিরুদ্ধে মামলা হবে।

সুনির্দিষ্ট মামলার অভিযোগে শাস্তি হবে। আইন থেকে রেহায় পাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি যে সমস্ত অপকর্ম করেছে তার খেসারত এখন দিতে হচ্ছে। তারা ভেবেছিলো মানুষ পুড়িয়ে হত্যা করে পার পাওয়া যাবে এই বাংলাদেশে সেটা সম্ভব নয়। বাংলাদেশের প্রতিটা আইন মেনে চলতে হবে এবং আইনের আওতায় থাকতে হবে।

এ উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কুষ্টিয়া জেলার সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ