বুধবার (১৭ অক্টোবর) রাতে ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, এক-এগারোর কুশিলবরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করেছে।
ধর্ম যার যার, রাষ্ট্র সবার উল্লেখ খাদ্যমন্ত্রী বলেন, এখানে হিন্দু-মুসলমান, বৈদ্ধ-খ্রিষ্টান সবাই ভাই ভাই। একটি মহল বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ বানানোর জন্য চেষ্টা করেছে। এদের পৃষ্ঠপোশকতা করছে অশুভ শক্তি বিএনপি-জামায়াত। আর যারা একসঙ্গে গাটছরা বেঁধেছে, এরা মানুষ রুপী দানব হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করে যাচ্ছে।
খাদ্যমন্ত্রীর পক্ষ থেকে ১২টি মণ্ডপে ১০টি করে শাড়ি ও তিন হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলাম রাজিব, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ ওয়ার্ডের ইউপি সদস্য, ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এসআরএস/এমএফআই