শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিম রাজ্জক বলেন, এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবার উপরে গুরুত্ব দিয়ে থাকেন। পড়ালেখার পাশাপাশি সরকার সাংস্কৃতিক ও খেলাধুলার জগতে নতুনত্ব আনতে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মীর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, মো. আবু ছাইদ শেখ, জাবেদ আহমেদ, মো. আক্তার হোসেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের, কর কমিশনার মো. আলী আসগর, ঢাকা কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জম হোসেন মোল্যাহ্, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এনটি