ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: নূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: নূর মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর

নীলফামারী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশকে এগিয়ে নিতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নত নীলফামারী গড়তে নৌকা মার্কায় ভোট দিন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে নীলফামারী উদয়ন স্কুলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি বিভ্রান্ত ছড়াচ্ছে।

তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আবারও নৌকা ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, আর এম পি ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ পল্লি চিকিৎসক সমিতি ও বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশনের নীলফামারী সদর উপজেলার সদস্যদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান সবুজের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ