ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি-জামায়াত’

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
‘নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি-জামায়াত’

কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিএনপি-জামায়াত জনবিচ্ছিন্ন একটি গোষ্ঠী। তারা নির্বাচনে পরাজয়ের ভয়ে এখন মিথ্যাচার করছে। নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কন্টেইনার রোডে এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এদেশের মানুষ উন্নয়নকে বিশ্বাস করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কারণে নৌকা প্রতীকে ভোট দিতে চাইছে মানুষ।
 
এসময় বক্তব্য আরও রাখেন- কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জজ মিয়া, যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এন আই আহমেদ সৈকত, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, বন্যা নাজিম, সদরঘাট তৈল ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম সারোয়ার ও মো. ওয়াসিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ