ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

ঢাকা: নির্বাচনী প্রচারণায় দু’দিনের তুমুল ব্যস্ততা শেষে ঢাকায় ফিরেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে পৌঁছেন।

গত বুধবার (১২ ডিসেম্বর) সকালে শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

প্রথম দিন তিনি গোপালগঞ্জে একাধিক নির্বাচনী প্রচারণা কর্মসূচিতে অংশ নেন। দ্বিতীয় দিন তিনি টুঙ্গিপাড়া থেকে রওয়ানা হয়ে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও ঢাকার সাতটি স্থানে নির্বাচনী জনসভায় যোগ দেন।  

পুরো পথে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান হাজারো জনতা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদন গ্রহণ করেন।

সাভারে দিনের শেষ নির্বাচনী সভা করে সন্ধ্যায় ঢাকায় ফিরে আসেন সরকারপ্রধান।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ