ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে বক্তব্য রাখছেন শেখ ফজলুল করিম সেলিম। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে। যেনো ভবিষ্যতে আর কোনো দিন ক্ষমতায় আসতে না পারে স্বাধীনতাবিরোধী ও তাদের দোসররা।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকার গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাসস্ট্যান্ড, নিজড়া বাজার এবং কাশিয়ানী উপজেলার রাহুথর এলাকায় নির্বাচনী পথসভা ও প্রচারণায় তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ-০২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ ফজলুল করিম সেলিম।

গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও বিএপিসহ মোট ১৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ