ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে হবে: কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে হবে: কাদের পুস্পস্তবক অর্পণ করছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের মাসে নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে আমরা ৩০ লাখ শহীদের রক্ত বৃথা যেতে দেবো না। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশে স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করে নির্বাচনে পরাজিত করতে হবে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বুদ্ধিজীবী দিবসে আমাদের অঙ্গীকার থাকবে আসন্ন নির্বাচনে সাম্প্রদায়িক, অশুভ, খুনি ও দেশের স্বাধীনতাবিরোধীদের পরাজিত করতে হবে।

এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কেননা, এ ধরনের শক্তির শত্রুরা ঐক্যফ্রন্টের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি এও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের পরাজিত করে মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের সঠিক মূল্য দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এমএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ