ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বাগেরহাটে শেখ তন্ময়ের জন্য ভোট চাইলেন চিত্রনায়ক রিয়াজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
বাগেরহাটে শেখ তন্ময়ের জন্য ভোট চাইলেন চিত্রনায়ক রিয়াজ শেখ তন্ময়ের জন্য ভোট চাইছেন চিত্রনায়ক রিয়াজ। ছবি-বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের জন্য ভোট চাইলেন চিত্রনায়ক রিয়াজ।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শহরের মেগনিতলা চত্বরে নৌকা প্রতীকের জনসভায় নায়ক রিয়াজ বলেন, আমরা স্বাধীনতার পক্ষের লোক। দেশের স্বাধীনতাকে ধরে রাখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।

আপনারা আমার অভিনয় দেখেছেন। যদি আমার অভিনয় ভালো লাগে তাহলে ৩০ ডিসেম্বর নির্বাচনে শেখ তন্ময়কে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়। জনসভায় অনেকের মধ্যে আরও বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জমান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন ও ফরিদা আক্তার বানু লুসি।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ