ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জনগণের ভালোবাসায় আবারো সরকার গঠন করবে আ.লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
জনগণের ভালোবাসায় আবারো সরকার গঠন করবে আ.লীগ গণসংযোগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। তার নেতৃত্বে গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। উন্নয়ন ও জনগণের ভালোবাসা নিয়ে আবারো সরকার গঠন করবে আওয়ামী লীগ। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দিনভর সিরাজগঞ্জের কাজিপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার দেশকে অন্ধকারের চোরাগলি থেকে উন্নয়নের আলোয় আলোকিত করেছেন।

দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে।

কাজিপুরের পাঁচগাছি, সোনামুখী, সিরাজগঞ্জ সদরের ভেন্নাবাড়ি এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যায় জেলা সদরে সিরাজগঞ্জ-২ নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

গণসংযোগকালে তিনি সিরাজগঞ্জ, কাজিপুরসহ দেশের দৃশ্যমান উন্নয়নের বিনিময়ে নৌকা মার্কায় চান।

এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, পৌরসভার মেয়র সৈয়দ হায়দার আলী, ইসহাক আলী, আব্দুল বারী শেখ, অ্যাডভোকেট পান্না, বদরুল আলমসহ নেতা-কর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ